কুয়াশা
এক কুয়াশা ভেজা সকালের অনুভূতি
আচমকা ঘুম ভাঙ্গা শীতের ভোর
কুয়াশায় ঢেকে আছে সারা শহর
কুয়াশা না হয়ে ধোঁয়াশাও হতে পারে
চারিদিক হয়ে আছে সাদা, কাকগুলোও সাদা
রাস্তার মানুষগুলো যেন তূষার মানব।
কুয়াশাকে হাত দিয়ে কাটি, নাড়ি, ছিঁড়ি
সরে যায়, ভেঙ্গে গিয়ে জোড়া লেগে যায়
আঘাত করি তবু কিন্তু নড়ে না
আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আমাকে
বলে সোহাগ কর, অনুভব কর আমাকে।
স্থাণুবৎ দাঁড়িয়ে থাকি মোহাবিষ্ট হয়ে
মনে মনে প্রেম অনুভব করি, শিহরণ জাগে
জড়িয়ে ধরতে চাই তাকে কিন্তু পারি না
বার বার দূরে সরে যায়, দেয় না ধরা
চোখ খুলে দেখি চারিদিক পরিষ্কার
হকঝকে আকাশের তলায় দাঁড়িয়ে আমি একা।