প্রকৃতি

লাগে বেশ

খোলা জানালার পাশে বসে দুনিয়াটা দেখতে দেখতে নানান ভাবনা মনের মধ্যে ঘোরাফেরা করে। মনে হয় যেন বাইরের জগতটা হাতছানি দিয়ে ডাকছে, বলে তাদের সাথে ভেসে বেড়াতে। মন খুঁজে বেড়ায় জীবনের মানে।

খোলা জানালার পাশে
একা বসে থাকা
লাগে বেশ
কত কিছু দেখা যায়
কত কিছু শোনা যায়
কত কিছু বোঝা যায়।

মেঘে ভরা নীল আকাশ
গাছপালা মাঠ ঘাট
লাগে যে নতুন
কানে কানে যেন বলে
আয় চলে আয় চলে
শরীরের খাঁচা ছেড়ে।

কচি খাচার দল
কলরব করে খেলে
প্রাণের সুখে
ধূসর মলিন চোখ
তার মাঝে খুঁজে ফেরে
জীবনের মানে।