প্রকৃতি

মা আসছেন

মা দশভুজা আসছেন পিত্রালয়ে তাঁর মৃন্ময়ী রূপ নিয়ে। বাঙালী মেতে উঠেছে আনন্দে। শুধু কি মানুষ, প্রকৃতিও তো মার আগমনে সেজে উঠেছে। আকাশে বাতাসে মার আগমনের ছোঁয়া, মলিনতা বিষণ্ণতা মুছে প্রেমের জোয়ারে ভাসছে পৃথিবী, মা যে থাকেন প্রকৃতির মাঝে, আমাদের হৃদয়ে।

মা আসছেন
আসছেন তাঁর মৃন্ময়ী রূপ নিয়ে
আকাশে বাতাসে শোনা যায়
তাঁর নূপূরধ্বনি
প্রেমের জোয়ারে ভাসছে প্রকৃতি
চারিদিক সুশোভিত, সুবাসিত,রঙ্গীন
যত ছিলো মলিনতা, বিষণ্ণতা
সব ধুয়ে মুছে গেছে
মা যে আসছেন তাঁর পিত্রালয়ে
মা আছেন আমাদের বুকের মাঝে।