ঘন নীল আকাশের বুকে ফুটফুটে সাদা মেঘের দল, ছবি আঁকার কাটাকুটি খেলা নিরন্তর খেলে চলে। কখনও বা কালো মেঘের ভ্রুকুটিতে ভয় পেয়ে নীলাকাশ ফেলে কোথায় পালিয়ে যে যায় কালো মেঘ চলে গেলে ভয় যায় কেটে চুপি চুপি ফিরে আসে তারা একটু একটু করে আবার সবাই মিলে হুল্লোড়ে মেতে পরে।