মর্তে চল মা

ও মা তোর বরটা এমন
ক্ষ্যাপা কেন বল?
ছাই ভস্ম গায়ে মেখে
হাতে গাঁজার কলকে নিয়ে
ভূতের দলের সাথে ব্যাটা
চলে টলমল।
বাঘছাল তার অঙ্গভূষণ
মাথায় বিরা্ট জটা,,
ডমরু হাতে নৃত্য করে
হাতের ত্রিশূল ছুঁড়ে মারে
ত্রিনয়নে আগুন ঝরে
শ্মশানবাসী ব্যাটা।
ব্যোম ব্যোম বলে আকাশ ফাটায়
কোরাসে ভূতের দল,,
এই ক্ষ্যাপা বরের সাথে
দূরের পথে কৈলাসেতে
হাড় হিম করা শ্মশানেতে,
তুই থাকবি কেন বল?
সংসার মা অনেক হল
সারাজীবন তো কষ্টে গেল,
ক্ষ্যাপাটাকে ডিভোর্স দিয়ে
ছেলেপুলে সঙ্গে নিয়ে,
বাকীজীবন তোর মায়ের কাছে
আনন্দে কাটাবি চল
ও মা মর্ত্যে থাকবি চল।