আকাশটা মেঘলা,
মনের ময়ূর পেখম
ঝরে গেছে বহুকাল আগে,
উদাস মন তাই
চুপ করে আছে বসে ।
বৃষ্টি হয়ত হবে
নাহলে মেঘ মেঘ খেলা করে
সূয্যি আবার মারবে উঁকি
রামধনু উঠতেও পারে,
পেখম থাকলে মনটা নাচতো।
বৃদ্ধ ময়ূররাও কি নাচে?
সময় তো হয় না বৃদ্ধ
সে চিরনবীন, চিরসবুজ
খালি থাবা মারে,
মনটার তাও নাচতে ইচ্ছা করে।