নতুন দিন
হঠাৎ নামল বৃষ্টি
ধরেতে এল যে প্রাণ
দাবদাহ হল প্রশমিত
গুঞ্জরী ওঠে মন।
রক্ত আনন সূর্য্যের
ঢেকে গেছে কালো মেঘে
মুক্তোর মত বৃষ্টির দানা
ঝরছে আকাশ থেকে।
জলে থৈ থৈ চারিদিক
ভেকের গ্যাঙর গ্যাঙর গান
এক কোনে এক বুড়ো কাক ভেজে
যেন সারছে শেষের স্নান।
মলিনতা সব ধুয়ে গেছে জলে
ধূসর পৃথিবী আবার সবুজ
রিক্ত পৃথিবী আবার সিক্ত
এস হে নূতন, নিয়ে সব সুখ।