নিদ্রাবিহীন
রাত অনেক গভীর হল
ঘূমে চোখ আসছে ঢুলে
তবু ঘুমাবার জো নেই
বহু কাজ আছে বাকী পরে।
অবশ্য আমি কিন্তু একা নই
নিশুতি রাত সে ও দেখি ঢুলু ঢুলু চোখে
পাহাড়া দেয় নিঃসাড়ে ঘুমানো
তার সহোদরা দিন কে
এ কিন্তু রোজকার গল্প।
কেউ দেখে কেউ দেখে না
কেউ বোঝে কেউ বোঝে না
অহরহ কত যে খেলা চলে
জলে স্থলে অন্তরীক্ষে
নিদ্রাহীন চোখ খালি চেয়ে চেয়ে দেখে
নিশুতি রাত যেন ডেকে বলে
চল আমরা দুজনে পাশাপাশি বসে
জ্যোৎস্নায় ভিজি খুব করে
মন প্রাণ হয়ত জুড়াবে।