প্রকৃতি

নীলাভ সমুদ্র

নীল সমুদ্রের বুকে উথাল পাথাল ঢেউ আমাদের মুগ্ধ করে, তার বিশালতা, তার সৌন্দর্য্যে আমরা মুগ্ধ হয়ে যাই, অবাক বিস্ময়ে তার ব্যপ্তির গভীরে ডুবে যাই অথচ অন্তহীন নীলাকাশ তার কথা কে মনে রাখে, কে বলে? আকাশের নীলিমাও যেন ম্রিয়মান সমুদ্রের নীল জলের কাছে, সব নীল যেন সমুদ্রের জলে বিলীন হয়ে গেছে। আকাশের গরিমা ক্ষুণ্ণ হওয়াতে নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের দল, মুক্ত বিহঙ্গেরা বড় উদাসীন।

আকাশের নীল রঙ মিশে গেছে
সমুদ্রের বুকে।
রঙহীন সমুদ্রের জল
ধীরে ধীরে হয়ে গেছে নীল।
আকাশের বুকে ঘুরে বেড়ানো
সাদা মেঘের দল
আজ বড় একা, নিঃসঙ্গ, উদাসীন,
নীলের সঙ্গে যে বড় বন্ধুত্ব ছিল তাদের।

রঙহীন আকাশে বেড়ায় উড়ে
উদাস বিহঙ্গর দল,
নীলিমার খোঁজে ।
সূর্য্য, চন্দ্র, তারারা বড় নিস্প্রভ আজ
সমুদ্রে বিলীন,
আকাশের নীল।