প্রকৃতি

নীল দরিয়া

কাউকে ভালো লাগতেই পারে
কাউকে মন্দ লাগতেই পারে
কেউ কিন্তু নয় ভগবান
মনের মধ্যে থাকে শয়তান
তবে মানুষের বিচার করা কেন?

আগে নিজের বিচার কর
নিজেকে পবিত্র শুদ্ধ কর
তখন দেখবে সবাই ভালো
চারিদিকে ভরা আলোয় আলো
বিচার সভা থাকবে না আর।

দুদিনের এই যাওয়া আসা
থাক না শুধুই ভালবাসা
শয়তানের যে নেই কোনো ঠাঁই
আনন্দেতে বাঁচব সবাই
তাহলে এত ভাবনা কিসের?

আকাশ ভেঙ্গে বৃষ্টি এল
মনের কালিমা দূর হল
মনটাও যে গেল ভেসে
জীবনের ওই নীল দরিয়ায়
সবার মাঝে, বাসতে ভাল।