নীল পদ্ম
একটা সীমাবদ্ধতা আছে
সেটাকে ভাঙ্গতে হবে
একটা পিছুটান আছে
সেটাকে ছাড়তে হবে
সুপ্ত অবস্থায় আছে চেতনার উন্মেষ
সামনে আসুক, বিকশিত হোক
প্রস্ফুটিত হোক নীল পদ্মের মত
মানবিকতা উঠুক জেগে
ছন্নছাড়া এ জীবনের মাঝে
সৃষ্টির আনন্দ পড়ুক ঝরে ঝরে
নিরাময় হোক যত বেদনা যত ক্লেশ
খোলা আকাশের বুকে মুক্ত বিহঙ্গ
যেমন বেড়ায় ভেসে নিজের আনন্দে
মানুষ ও মুক্তি পাক
মায়ায় বদ্ধ পিঞ্জরের চক্রব্যূহ থেকে
স্বর্গ আসুক নেমে পৃথিবীতে।