নিস্তব্ধতা
নিস্তব্ধতার কোনও শব্দ নেই
নেই কোনও ভাষা।
তাও সে অনেক কিছু বলে
অনেক কিছু অনুভব করায়,
তাই তো তাপসের তপে মননে
শুধুই আছে নিস্তব্ধতা,
আছে চিরন্তন উপলব্ধি।
শব্দতরঙ্গকে ভেদ করে সে
পৌঁছে যায় উপলব্ধির পাদপদ্মে,
শব্দব্রহ্ম যেখানে হয়েছে বিলীন।
জ্ঞানব্রহ্মের উন্মেষে
সৃষ্টি আর লয় মিশে
হয়েছে একাকার,
নিস্তব্ধতা তাই এত প্রিয়
এত সুন্দর।