পথ বলেছে আর চলবে না
অসহায় পথিক ভাবে বসে বসে
তার গন্তব্যস্থলে যাবে কি করে?
গাছেদের কোনও হেলদোল নেই
পথের পাশেই তো তারা দাঁড়িয়ে থাকে।
জীবনের চলারও কোনও শেষ নেই
খালি পথটাই গিয়েছে থেমে
বাকী সব আছে আগেরই মতন
পথিক বসে পথের মুখাপেক্ষী হয়ে
অন্তহীন প্রতীক্ষার শেষ কবে হবে?