প্রকৃতি

পাগলা বাউল

গ্রামের পথে বাউল চলেছে একতারায় তার মেঠো গানের সুরটি তুলে। সে গানে মিশে আছে জীবন দর্শন ও প্রাণের টান। বাউল গাইছে তন্ময় হয়ে জীবনের গান।

গ্রামের মেঠো পথটি ধরে
একতারাতে সুরটি তুলে
এগিয়ে চলে পাগলা বাউল
নিজের তালে গানের সুরে।

সে সুরেতে প্রাণের ছোঁয়া
মাটির গন্ধ প্রেমের গান
সে সুরেতে ফুলের সুবাস
পাখীর কুজন, মিষ্টি তান।

গানের সুর ভাসতে ভাসতে
দূরের পথে দিচ্ছে পাড়ি
মন যে বলে চল রে পাগলা
তোকে কি আর ছাড়তে পারি।