প্রকৃতি পথ November 28, 2024November 28, 2024 by Ranjan Bhattacharya চলেছে পথ,চলেছে পথ তার গন্তব্যস্থলেএঁকে বেঁকে ঘুরে,পাহাড় জঙ্গল সমতলের বুক চিরে।কোথাও বা মজে যাওয়া নদীরবালি ভেজা হৃদয়ে আলতো পায়ে,নুড়ি পাথরে ধাক্কা খেতে খেতেবৃষ্টিহীন কর্কশ মাঠ পেরিয়েসীমাহীন দিশাহীন ভাবে,চলেছে, চলেছে পথ তার গন্তব্যস্থলে। Post navigation পরশমনিপা