প্রকৃতি

পথ

চলেছে পথ,
চলেছে পথ তার গন্তব্যস্থলে
এঁকে বেঁকে ঘুরে,
পাহাড় জঙ্গল সমতলের বুক চিরে।
কোথাও বা মজে যাওয়া নদীর
বালি ভেজা হৃদয়ে আলতো পায়ে,
নুড়ি পাথরে ধাক্কা খেতে খেতে
বৃষ্টিহীন কর্কশ মাঠ পেরিয়ে
সীমাহীন দিশাহীন ভাবে,
চলেছে, চলেছে পথ তার গন্তব্যস্থলে।