প্রকৃতি

পেতে পারো খুঁজে

আকাশ কালো করে রিমঝিম বৃষ্টিতে ভেজার আনন্দই আলাদা, যেন এক স্বর্গীয় আনুভূতি। বৃষ্টি ভেজা মাটির সোঁদা গন্ধ, আলতো পায়ে ভিজে মাটিতে পথ চলা, জমা জলে চলার ছলাৎ ছলাৎ শব্দ, ভেজা পাতা, ব্যাঙের ডাক, সব মিলিয়ে মনে এক মুক্তির আনন্দ। এ সব ফেলে কি ঘরে ফেরা যায়, যায় না।

বৃষ্টি ভেজা মেঠো রাস্তায়
আলতো পায়ে  পথ চলার
মিষ্টি মধুর শব্দে
ভেজা মাটির সোঁদা গন্ধে
মন হয়েছে পাগল পারা
নাচছে  আপন ছন্দে।

বৃষ্টির উষ্ণতা  গায়ে মেখে
প্রকৃতির সাথে মিশে
মেঘলা আকাশের নিচে রইবো পড়ে
আর যাব না ফিরে ঘরে
খুজে আমায় পেতেও পারো
ভেজা পাতার ফিসফিসানিতে।