পড়ন্ত বিকেল
কোনও এক পড়ন্ত বিকালে এক উদাস মনের কল্পনা
বিকালের পড়ন্ত রোদ্দুরের মই বেয়ে
ঝুল বারান্দার একেবারে বুক ঘেঁষে
জীবনের ইচ্ছাগুলি চুপি চুপি নেমে আসে,
নেমে আসে আমার মনের কার্নিশে।
এদিক ওদিক তাকায়
আনাচে কানাচে উঁকি মারে
তারপর কোন ফাঁকে টুপ করে লুকিয়ে পড়ে,
মনের কোন এক অজানা কোনায়।
আমি হন্যে হয়ে খুঁজি তাদের
বলি দূর হয়ে যা।
কিন্তু তারা শোনেও না
খুঁজেও পাই না
মনের মধ্যে লুকিয়েই থাকে।
কোনও এক অলস সময়ে,
লুকানো ইচ্ছাগুলো,
হৈ হৈ করে বেড়িয়ে আসে,
আমার হাত ধরে টানতে টানতে নিএয়ে যায়
দূরে বহুদূরে,
এক অজানা জগতে।
আমি অবাক হয়ে ইচ্ছাগুলোকে দেখি,
কত সুন্দর তারা,
তাদের সঙ্গে আমিও ভেসে বেড়াই আনন্দে,
মুক্তির আনন্দে।
দিনের শেষে ক্লান্ত চোখ
যখন ঢলে পড়ে ঘুমের জগতে।
আমার ইচ্ছাগুলোও ভাসতে ভাসতে
চলে যায় নিজেদের বাড়ী।
আবার শূন্য হয় মন,
শূন্য হয় মনের লুকানো জায়গাটা।
বসে থাকি আমি স্থাণুবৎ
ইচ্ছাহীন এক জড়ভরত হয়ে।