প্রাণহীন গ্রহ
আকাশে আগুন জ্বলছে
জ্বলন্ত লাভার মত গরমের স্রোত
গ্রাস করেছে চারিদিক,
কোথাও সবুজের চিহ্ন নেই
গাছগুলো ক্ষয়াটে আকার ধারণ করেছে,
জীবন আছে অথচ প্রাণ নেই।
গরম হাওয়ার শনশন শব্দ
থেকে থেকে বলে, জল চাই, জল দাও,
কালবৈশাখীর মেঘ আজ মৃত
শুধু পড়ে আছে করাল কাল।
ফুটি ফাটা মাঠের মাটি
হাঁ করে চেয়ে আছে আকাশের দিকে,
একফোঁটা বৃষ্টির জলের আশায়।
পৃথিবীটা হয়ে গেছে এক জীবন্ত ফসিল
অন্যসব প্রাণহীন গ্রহের মতন।