প্রকৃতি

পৃথিবী

সময়ের হাত ধরে সভ্যতার বিবর্তনের সাথে পৃথিবীর আমূল পরিবর্তন হয়ে গেছে। নতুন নতুন জনপদ গড়ে উঠেছে, কালের নিয়মে সেটি ধ্বংস হয়ে আবার নতুন জনপদের সৃষ্টি হয়েছে এবং এই ধ্বংস ও সৃষ্টির ক্রমবিবর্তন আবহমান কাল ধরে চলে আসছে , সময়ই যার একমাত্র সাক্ষী। বর্তমান পৃথিবী হিংসা,দ্বেষ, হানাহানি, স্বার্থপরায়ণতায় জর্জ্জরিত এবং পাপের ঘড়া তার পরিপূর্ণ, যেন এক জ্বলন্ত জতুগৃহ। যে কোনও সময় সে পুড়ে হয়ে যাবে ছারখার এবং সেটি অবশ্যাম্ভাবী। যে কোনও ধ্বংসের মধ্যে লুকিয়ে থাকে সৃষ্টির বীজ, আগামীর বার্তা। সেই নতুন প্রজন্ম, সুন্দর পৃথবীর আশায় বুক বাঁধা।

পৃথিবীটা হয়ে উঠেছে
এক জীবন্ত জতুগৃহ
পাপের ভারে জর্জ্জরিত।
যে কোন মূহূর্তে লাগবে আগুন
দাউ দাউ করে পুড়ে
ছাই হয়ে যাবে,
তারপরে সে হবে শান্ত, তৃপ্ত।

হয়ত বা এরই মাঝে আছে
আগামীর হাতছানি।
ছাই থেকে জন্ম হবে
নতুন প্রজন্মের,
সুন্দরের আশা বুকে নিয়ে।
আবার আনন্দে ভাসবে চারিধার
আসবে ফিরে সেই চেনা পৃথিবী,
নতুন সাজে সজ্জিত হয়ে,
এই আশাতেই বাঁচে ভবিষ্যত।