প্রকৃতি

প্রকৃতির ঘ্রাণ

মাঝে মাঝে বাঁধাধরা নিয়ম থেকে বেড়িয়ে মন প্রকৃতির মাঝে ছুটে যায়, প্রকৃতির সাথে ভেসে বেড়ায়।

অজানা প্রকৃতির ডাকে
দুহাত বাড়িয়ে যাই ছুটে বারবার
আলিঙ্গন করি
মন প্রাণ দিয়ে নিই  তার
শরীরের  ঘ্রাণ
গভীরভাবে বোঝবার করি চেষ্টা
একাত্ম হয়ে যাই তার সাথে।

মাঝে  মাঝে আমি আর প্রকৃতি
মিলেমিশে হয়ে যাই একাকার
কখনও পাহাড়ের বুক চিরে
ঝরণা হয়ে পরি ঝরে
আবার কখনো হই শীতের ঝরা পাতা
বারবার করি আমি রূপ পরিবর্তন।
যখন যা চায় মন করি সেটা।

এ পৃথিবীর বাঁধাধরা জীবনের পথে
বেঁচে থাকি আমি এক বেনিয়ম হয়ে
জন্ম মৃত্যু কোনও কিছুই নেই যে আমার
অনাদিকাল ধরে চলেছি সময়ের সাথে।