প্রকৃতি

পুড়ছে পৃথিবী

মানুষের লোভ লালসা আর সূর্য্যের তীব্র দহন, দুইই মিলেমিশে একাকার হয়ে গেছে, জ্বলে পুড়ে মরছে পৃথিবী। একদিকে একফোঁটা জলের জন্য হাহাকার, অন্যদিকে একটু শান্তির খোঁজে অসহায় মানুষ। অথচ এরকম হবার ছিলো না। মানুষ মরছে তার নিজেরঅই দোষে। এর থেকে মুক্তির উপায় কি?

প্রচণ্ড দাবদাহে পুড়ছে পৃথিবী
পুড়ছে আকাশ, পুড়ছে বাতাস, পুড়ছে মাটি
হা বৃষ্টি , হা বৃষ্টি, কোথা বৃষ্টি
চাতক পাখীর ও যে নেইকো দেখা
একফোঁটা জল চাই
শান্তির তৃষ্ণা বারি।

বিষ বাষ্পে ভরে গেছে চারিধার
সাথে আছে মানুষের লোভ লালসা অহংকার
শান্তির বাণী এখানে অরণ্যরোদন
মরুদ্যান এখনো আছে বেঁচে কিছু এখানে সেখানে
তাকেই আঁকড়ে ধরে বাঁচা
জীবনের বাকী দিনগুলো।