রাখাল
এ এক রাখাল ছেলের গল্প যার জীবনটা বড়ই সাধাসিধা আর সরল।
অসহ্য গরমের দুপুর
আদুরে খালি গায়ে
মাঠের মাঝে,
গাছের ছায়ায় ঘুমায়
এক রাখাল কিশোর,
পাশে রাখা তার সাথী
ছোট এক রাখালী লাঠি।
সে ঘুমায় অকাতরে, নিঃসারে
যেন এক প্রাণহীন দেহ,
মুখে ছেয়ে আছে বিশাল প্রশান্তি।
গরীব রাখাল ছেলে,
হয়ত কাটবে জীবন তার
অভাবের মাঝে,
কিন্তু আছে তার কাছে
কুবেরের ধন,
শান্তির ঘুম, দিনের শেষে।