রামধনু
অনেকদিন হল রামধনু দেখিনি
আজ ও বৃষ্টি হয়, নীলাকাশ ও আছে
যদিও আকাশটা হয়ে গেছে ছোট
তবু রামধনু আর ওঠে না
কে জানে সে তার সাতটা রং
হারিয়ে ফেলেছে কি না
বহুদিন রামধনু দেখিনি।
হরধনু ভেঙ্গেছিলেন যুগাবতার রাম
রামধনু তাকেও কি কেউ ফেলেছে ভেঙ্গে
ভুল করে বা ইচ্ছা করেই
হতেও তো পারে
হয়তো আছে পড়ে কোনও আস্তাকুঁড়ে
বহুদিন রামধনু দেখিনি
ভাবছি এবার ঘর থেকে বেরুবো
রামধনুকে খুঁজতে যাবো
হয়তো বা কোথাও মুখ লুকিয়ে
বসে আছে সে অভিমানে
অথবা উদাসভাবে বেড়াচ্ছে খুঁজে
তার সোনালী সাতরঙ্গা দিনগুলি
কোথাও না কোথাও তাকে পেয়েই যাবো
আবার আকাশে রামধনু দেখতে পাবো।