শান্তির পারাবত
শুভ্র পারাবত, শান্তির দূত, শান্তির বাণী প্রচার করে। কিন্তু তাকেও দিনের শেষে ফিরে যেতে হয় নিজের আলয়ে শৃংখলিত জীবনে, তাকেও বাঁধা পড়তে হয় জীবনচক্রে। মুক্তি কোথায়?
শান্তির দূত, শুভ্র পারাবত
শুভ্র দুই ডানা মেলে,
উড়ে যাস তুই
দূর থেকে দূরান্তরে,
ছড়াতে শান্তির বার্তা
সেটাই দেখে দুনিয়া।
দিনের শেষে
ফিরতে হয় তোকেও
চারিদিক ঘেরা বদ্ধ পিঞ্জরে,
শৃঙ্খলিত হয় শান্তির দূত,
অজ্ঞাতেই থেকে যায়
তার যন্ত্রনা্র ইতিহাস।