প্রকৃতি

শীতের দিন

শীতের রোদের তেরছা আলোয়
সবাই জড়াজড়ি করে
আগুনের পাশে বসে
রোদটা উপরি পাওনা।

মাথার ওপরে ছাদ নেই
পেটে আগুন জ্বলছে
ঠান্ডা থেকে আগে বাঁচুক
পরের ভাবনা পরে।

যে গাছটার তলায় সবাই বসে
তার সব পাতা ঝরে গেছে
সব গাছ এখন নগ্ন
গাছের বোধহয় ঠান্ডা লাগে না ।

একটু পরেই নামবে হিমশীতল রাত
গাছের শুকনো পাতাগুলো কাজে লাগবে
আগুনের তাপ চাই শরীরে
জীবনটা যে অনেক বাকী।