প্রকৃতি

শীত

এবারের শীতটা বেশ জমেছে,
জাঁকিয়ে পড়েছে
বেশ কিছুদিন ধরে শহর কলকাতাকে
জাপটে ধরে আছে, আষ্টে, পৃষ্টে।
তার অন্তরের উষ্ণতা ,
প্রাণপনে ঢেলে দিচ্ছে শহরের বুকে
নিঃশেষ করছে নিজেকে।
ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে
শীতটা বেশ ভালই জমেছে।

শীতের বাহারী ফুলগুলো
দারুণ সেজেছে।
ডালিয়া, চন্দ্রমল্লিকা, পিটুনিয়ারা
প্রথমবার যেন প্রাণখুলে হাসছে,
একটু বেশীদিন থাকতে পারছে,
উজাড় করে দিচ্ছে নিজেদের সৌন্দর্য্য ।
শীতে ছুটীর দুপুরের রোদগুলো
আরও যেন মিষ্টি লাগছে।
লেপের তলায় আরাম লাগছে
শীতটা বেরে লাগছে।

শীতের সবজি, জম্পেশ, তোফা
কবজি ডুবিয়ে খাওয়া,
চড়ুইভাতি, বেড়াতে যাওয়া
গরম কাপড়ের উষ্ণতা অনুভাব করা।
ছুটির সন্ধাবেলায় মাঝেমধ্যেই
ঈষৎ তরলপানের পর মস্তির আমেজ,
মহানন্দে বলা শীত তুই যাস না,
থাক যতদিন পারিস থাক
আমরা বিন্দাস আছি,
তোর জমানায় ঝাক্কাস।

এই মেয়ে্টা কাঁদছিস কেন?
তোর জামাকাপড় ছেঁড়া কেন রে?
থরথর করে কাঁপছিস কেন?
উপভোগ কর, শীতটাকে উপভোগ কর,
তোরা চাইলেও আমরা শীতটাকে যেতে দেব না,
শীতটা জমেছে, বেশ জমেছে।