সবুজ প্রভাত
সময়ের সাথে সময় যেন ঠুকছে তাল
সাক্ষী আছে চন্দ্র সুর্য্য গ্রহ তারা
শূণ্যের মাঝে শূন্য মিলায় অবলীলায়
ভাবতে ভাবতে ভাবনাটাই যে দিশাহারা।
বাহির ভিতর মিলেমিশে সব একাকার
পথভ্রষ্ট পথিক খুঁজে পায় না দিশা
চক্রাকারে ঘুরে ফিরে সেই একই পথে
জীবনটা অঙ্ক যে নয় কেবলি ধাঁধা।
জীবনের এই রঙ্গ মঞ্চে যাওয়া আসা
মুক্তির কি যে উপায় নেই কো জানা
প্রেম ভালোবাসা পাথেয় করে এগিয়ে যাওয়া
সবুজ প্রভাতে ভাঙ্গবে ঘুম এইটুকু আশা।