সকাল
মেঘলা ভিজে এক সকাল
দূর থেকে ভেসে আসা
একনাগাড়ে ডাহুক পাখীর ডাক
ঝাড়ুদারের রাস্তা ঝাড় দেওয়ার শব্দ
ইত-উতি মানুষের আনা-গোণা
জানালার ফাঁক দিয়ে একটুকরো আকাশ।
বর্ষণে সিক্ত গরমে কুঁকড়ে যাওয়া সবুজ মাঠ
কংক্রীটের জঙ্গলে সারি সারি ইমারত
খুপরিতে খুপরিতে মানুষের বাস
ক্রমবর্ধমান সভ্যতায় এগুচ্ছে জীবন
এটাই কি বাঁচা, জবাব কে দেবে তার।