সোনালী রোদ

মেঘের ফাঁক দিয়ে
শরতের সোনালী রোদে
পৃথিবী যখন ঝলমল করে
তখনও কিছু জায়গা থাকে
একেবারে অন্ধকারে ভরা
সোনালী রোদ সেখানে
কোনদিন পৌঁছাতে পারে না
হারিয়ে যায় অন্ধকারের তিমিরে।
সেখানে থাকে অন্ধকারের মানুষ
মন তাদের বিষাক্ত, দৃষ্টি কুটিল
সমাজের বুকে তারা মারণ কর্কট রোগ
শয়তানের ভাবশিষ্য, অসভ্য, বর্ব্বর
লোভ, লালসা, হিংসাতেই আনন্দ তাদের
গ্রাস করতে চায় এই সুন্দর পৃথিবী।
আসলে এটা কোনও লড়াই নয়
পৃথিবীর সৃষ্টি থেকে এটাই সত্য
আলো অন্ধকারের এক অদ্ভুত মেলবন্ধন।
আলো চায় পথের দিশা দেখাতে
অন্ধকার চায় তাকে গিলে খেতে
পৃথিবী নির্ব্বাক দর্শক মাত্র।