প্রকৃতি

সোনার দেশ

সোনার বাংলা, সোনার ভারত
কি কপাল মাগো তোমার,
বর্গীর হানায় ক্ষতবিক্ষত
মোগল ইংরাজরা করেছে লাঞ্ছিত
শোষিত এখন ভূমিপুত্রদের কাছে
এ কি ললাটলিখন তোমার?

বর্গী, মোগল, ইংরাজ
ছিলো ভিনদেশী, লুঠেরা
লুন্ঠিত করেছে অলংকার,
তোমার নিজের সন্তানেরা
ধূলায় মিটায়ে কৃষ্টি, সৃষ্টি,
তোমার শিক্ষা, সংস্কৃতি
সোনার বাংলা, সোনার ভার্‌ত
আজ দেখো পুড়ে ছারখার।

শক্তিরূপিনী মা
রণচন্ডী রূপ ধারণ করে
সন্তানদেরে শাসন করো
আবার হও তুমি সোনার দেশ
সুজলা সুফলা মা।