প্রকৃতি

শূণ্যস্থান

প্রতিবারের মত
এবারও হল ভুল
জীবনের খেলাঘরে শূণ্য সংখ্যাটা
বড় গোলেমেলে, বড় এলোমেলো
আগেও শূণ্য পরেও শূণ্য
মাঝখানের শূণ্যস্থান কি
শূণ্যই রয়ে গেলো।