স্বপ্নীল আকাশ
মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। কতিপয় অতিমানব এই পৃথিবীর বুকে আসেন যাঁরা তাঁদের স্বপ্নগুলি সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দেন যেগুলি যুগ যুগ ধরে প্রবাহিত হতে থাকে এবং মানুষকে স্বপ্ন দেখতে ও বাঁচতে সাহায্য করে। আকাশ ও কি স্বপ্ন দেখে? তা না হলে ধরিত্রীর বুকে এত নীল রঙ আসে কি করে। নীল জল, নীল ফুল, রামধনুর নীল রঙ, আরও কত কি। আকাশের নীল রঙ ও মানুষের কল্পনা সব মিলেমিশে একাকার হয়ে যায়।
আকাশের নীল স্বপ্নগুলো
মাঝেমধ্যে নেমে আসে
এই সবুজ ধরিত্রীর বুকে,
ঘুরে বেড়ায় এদিক ওদিক।
সুযোগ পেলেই ছড়িয়ে দেয়
তাদের নীল স্বপ্নের বীজ
কোনও উর্ব্বর জায়গায়।
হতে পারে সে কোনও
উন্মুক্ত সবুজ প্রান্তর
অথবা কোনও মানুষের
হৃদয়ের গভীর অন্তঃস্থল।
সে বীজ থেকে যখন
অঙ্কুরোদগম হয়,
পৃথিবী হেসে ওঠে সৃষ্টির উল্লাসে।
ওপরে আকাশ নীলিমায় নীল
নীচে সবুজ শ্যামলিমায়
সদ্যোজাত নীলাভ স্বপ্নের কিশলয়,
জগত হয়ে ওঠে স্বপ্নময়।
Lovely rendition of thoughts
Osadharon
অসাধারন
যাক কথা রাখলে এবার বইমেলায় বই চাই