স্বপ্নীল ভোর
সবার মনেই এক স্বপ্নীল ভোর, সুন্দর দিনের স্বপ্ন থাকে। এক সুন্দর জগতে সে বাঁচতে চায় যেখানে সে স্বাধীনভাবে খোলা হাওয়ায় বাঁচতে পারে। এই স্বপ্নীল ভোরের স্বপ্ন গ্রামের পর্ণ কুটীর, বস্তির দৈনন্দিন জীবন সংগ্রাম, আভিজাত্য মোড়া কংক্রীটের জঙ্গলে সর্ব্বত্র, সর্ব্বত্র ছড়িয়ে আছে। আসলে স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে এবং স্বপ্নের ভোর থাকে সবার মনে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার স্বপ্নীল পথটাই খুঁজে ফেরে মানুষ।
স্বপ্নের ভোর না কি আসে
আসে স্বপ্নীল পথ ধরে
গ্রামের আলটি বেয়ে
পৌঁছায় সব ঘরে
একই সাথে আসে
ইট কাঠ পাথরের
শহরের প্রতি কোনে
কংক্রীটের জংগলে।
সব জায়গায় পাবে তুমি তাকে
আকাশে, বাতাসে, মাঠে, ঘাটে
উন্মুক্ত প্রান্তরে, বস্তিতে বস্তিতে
মাছের বাজারে, বিশাল জনতার মাঝে
দুঃখে, শোকে, আনন্দে
হৃদয়ের মাঝে, মনের গভীরে
স্বপ্নীল ভোর জেগে থাকে
জেগে থাকে স্বপ্নের মাঝে।
Bahut khub 👌