তারা
আকাশের বুকে তারারা মিট্মিট করে জ্বলে। সত্যি কি তারারা বিদ্যমান না শুধুমাত্র প্রহেলিকা।বহুদিন আগে হয়তো তারা ঝরে পড়ে গেছে কিন্তু তাদের আলো বহু লক্ষ আলোকবর্ষ পাড়ি দেয় বলে আজও চোখে পড়ে। কিছু তারা নিশ্চয়ই আছে বাকী সব মৃত। বহির্বিশ্বের আকাশ আজ তারাহীন দ্যুতিহারা কিন্তু স্মৃতির আঙ্গিনায় তারারা থেকে যাবে অমলিন।
আকশের তারাগুলো
সব ঝরে গেছে।
যেগুলো ভাবছ তারা
তারা, তারা নয়
তারাদেরই মত, প্রহেলিকা।
দু একটা সত্যি তারা
কদাচিৎ দেখা যায়
তবে আকাশের বুকে নয়
চোখ মুদে, স্মৃতির আঙ্গিনায়।
স্মৃতির আকাশে সেই তারাগুলো
টিম টিম করে জ্বলে নেভে
যেন বলে একদিন আমিও ছিলাম
তোমাদেরই মাঝে।
বর্হিবিশ্ব আজ তারাহীন দ্যুতিহারা
নিঃসঙ্গ নিশুতি রাত ঘুমায় একা।