তারাদের কথা
আকাশের বুকে মিটিমিটি জ্বলা তারার দল যেন মনের অনেক কথা বলতে চায় অথচ তাদের কথা শোনার কেউ নেই। তাই ভাবুক মন উড়ে যায় তাদের কাছে, তাদের মাঝে তাদের প্রাণের কথা শুনতে। মন যেতে চায় সূর্য্যের কাছেও কিন্তু শরীরের টানে তাকে আবার ফিরে আসতে হয় এই পৃথিবীর বুকে।
রাতের আকাশের বুকে ভাসে কত তারা
কেউ জ্বলে উজ্জ্বল কেউ মিটিমিটি
তবু কেন জানি মনে হয় বার বার
তারা বড় দিশাহারা।
নিশাচর মন যায় উড়ে তারাদের মাঝে
কিছু তারা কাছে আসে, কিছু থাকে দূরে
বলতে চায় যে মন কত শত কথা
তারারা শুধু হাসে, বোঝে না যে তার ভাষা
ধীরে ধীরে রাত কেটে দেখা দেয় উষা
তারারাও যায় ফিরে আপন নীড়ে
মন ভাবে যাবে ছুটে সূর্য্যের কাছে
কিছু ভেবে আসে ফিরে শরীরের মাঝে