আকাশে আর তারা নেই
অমাবস্যার চাদরে মুড়েছে আকাশ
চারিদিক নিস্তব্ধ চুপচাপ
পাতা ঝরার শব্দও
বুকের পাঁজরে এসে লাগছে।
নিয়নের ঝকঝকে আলো খুব উজ্জ্বল
কিন্তু রাতের তারাদের আকাশের ঝিকিমিকি
যেন অনেক প্রাণের কথা বলে
অমাবস্যার চাদরে মুড়েছে আকাশ
নিয়নের আলোকে পাখিকুল
দিন ভেবে ভুল করে।