প্রকৃতি

থাকতে দাও

আমরা জানি যে প্রাকৃতিক সৌন্দর্য্য বড়ই মনোরম কিন্তু সভ্যতার বিকাশের ক্রমবর্দ্ধমান জনজীবনের চাহিদার তাগিদে আমরা ক্রমাগত বনসম্পদ ধ্বংস করে চলেছি এবং পৃথিবীর ভারসাম্য নষ্ট করছি। থাকুক পৃথিবী তার নিজের খেয়ালে, নিজের মতন।

থাক না সবকিছু যেমন আছে
ছড়ানো, ছেটানো, এলোমেলো
ভুলভাল ভাবনায় ভরা
নানান রঙ্গীন স্বপ্নের মোড়কে মোড়া
থাক না থাক না তারা নিজের মতন।

আকাশের নীলিমা, নদীর তরঙ্গ
সমুদ্রের উথাল পাতাল ঢেউ
বাতাসের শন শন বয়ে যাওয়া
কোনও নিয়ম কি তারা মানে?
তবু তারা বেশ আছে, বেশ আছে তারা।

প্রকৃতিতে আছে যত কিছু
আছে যত কিছু তোমাকে ঘিরে
থাকতে দাও ঠিক তাদের মতন
সাজাতে যেও না তাদের নিজের ভাবনায়
শুধু রাঙ্গিয়ে মন স্বর্গীয় সুবাসে।