প্রকৃতি

তিনটে সবুজ পাখি

বাড়ীর সামনে বানর লাঠি গাছটায় প্রায়ই সকালে তিনটে সবুজ রঙের পাখিকে ডালে ডালে চড়ে বেড়াতে দেখি। খানিকক্ষণ এদিক ওদিক চড়ে বেড়িয়ে ফুড়ুৎ করে উড়ে যায়। পায়রা, ঘুঘু, চড়াই, শালিক ও আসে তবে এই পাখিগুলোর নাম জানি না, কিছু একটা হবে। কল্পনাবিলাসী মন ভাবে যে পাখিগুলো হয়তো কথা বলতে চায়, আমাকে ওদের সঙ্গে নিয়ে যেতে চায়। বেশ ভালোই হত যদি ওদের সাথে যেতে পারতাম, ডানা নেলে নীল আকাশের বুকে উড়তে পারতাম।

তিনটে সবুজ পাখি
বসলো গিয়ে উড়ে
বানর লাঠি গাছের ডালে
যাকে আমি আদর করে
হলদি বলে ডাকি
তিনটে সবুজ পাখি।

তিনটে সবুজ পাখি
রোজ সকালে দেখি
হেথায় হোথায় বেড়ায় উড়ে
যেন আমাকে ডেকে বলে
উড়বি নাকি মোদের সাথে
তিনটে সবুজ পাখি

তিনটে সবুজ পাখি
আকাশ আজ মেঘে ঢাকা
অঝোরধারায় বৃষ্টি ঝরে
আসেনি আজ তারা
চুপিসারে ভিজছে কোথাও
তিনটে সবুজ পাখি।

One thought on “তিনটে সবুজ পাখি

Comments are closed.