প্রকৃতি

টুকরো আঁকা

একটুকরো আকাশ আঁকব
জানালার ফাঁক দিয়ে
যতটুকু দেখা যায়, ঠিক ততটুকু
মেঘ, সূর্য্য, চন্দ্র, তারা সবকিছু নিয়ে
একটুকরো আকাশ আঁকব।

একফোঁটা প্রকৃতি আঁকব
জানালার ফাঁক দিয়ে
যতটুক্য দেখা যায় ঠিক ততটুকু
গাছপালা, ফুল, ফল, নদী, পাখী
যা রোজ চোখে পড়ে প্রতিদিন
ঠিক ততটুকু প্রকৃতি আঁকব।

এক্টুকরো ঘর আঁকব
জানালার পাশে বসে যখন
ভিতরে তাকাই, যা দেখি
বই, খাতা, কলম, ভাঙ্গা চেয়ার টেবিল
পলেস্তারা খসা দেওয়ালে ঝোলানো গিটার
যাদের সান্নিধ্যে রোজ দিন কাটে আমার
ঠিক ততটুকু ঘর আঁকব।

এক্টুকরো খাট আঁকব
জানালার পাশে রাখা খাটখানা
যার মধ্যে সীমাবদ্ধ আমার জীবন
যাতে শুয়ে বসে আমার সময় কাটে
অসময়ের সঙ্গী আমার, নিরাপদ আশ্রয়
আমার প্রাণের সখা নড়বড়ে খাট
একটুকরো পুরানো সেই খাট আঁকব।

আয়নার সামনে দাঁড়িয়ে আমি
নিজেকে আঁকব, আঁকব নিজের প্রতিচ্ছবি।
তাতে ভরে দেব আমার প্রেম, ভালবাসা
সুখ, দুঃখ, যন্ত্রণা, স্বপ্ন যা একান্ত আমার
সব শেষে ছবিতে ঢেলে দেব প্রাণ
আয়নার সামনে দাঁড়িয়ে টুকরো নিজেকে আঁকব।

আমি একদিন আঁকব, নিশ্চয়ই আঁকব।