প্রকৃতি

উত্তাপ

কুয়াশার চাদর গায়ে মেখে
আকাশে গুটিসুটি মেরে আছে
শীতের একফালি চাঁদ,
জ্যোৎস্নাও শীতে জবুথবু।
হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায়
নিশুতি রাত্রিও ঠকঠক করে কাঁপে
সবাই চায় আগুনের আঁচ
শরীরের উত্তাপ।