প্রেম

অধিকারবোধ

একা আসা আর একা যাওয়া, তারই মাঝখানে কিছুদিন থাকা। সংসারের মায়ায় জড়ানো, ভালবাসা, দুঃখ, যন্ত্রণা ভোগ, আশা নিরাশায় দোলা, মনের মানুষকে খুঁজে পাওয়া, তার জীবনের সাথে একাত্ম হয়ে যাওয়া ,অধিকার জন্ম নেওয়া। এটাই তো জীবনের গল্প যা সময়ের সাথে সাথে সুপ্রতিষ্ঠিত হয়, অধিকারবোধ দৃঢ় হয়।

সেদিনও আকাশে কালো মেঘ ছিল
ঠিক তুমি মুখভার করলে যেমন লাগে
আছড়ে পড়েছিল ঝড় উথাল পাতাল
তোমার রেগে যাওয়া রূপের মতন
অবশেষে বৃষ্টি ঝরেছিল অঝোরধারায়
ঠিক তোমার অভিমানীনি কান্নার মতন
সব কিছু ছিল ঠিক তোমারই মতন।

সবকিছুতেই যে আমি তোমাকেই খুঁজে পাই
তুমি পাশে আছ জানি, তাও তোমাকেই আরও
বেশী করে চাই, এটা আমার অধিকার।
দিন রাত বছর কেটে যায় ধীরে
কালের নিয়মে শরীর ও জীর্ণ, শীর্ণ হয়
অনুভূতি, অধিকারবোধ আরও দৃঢ় হয়।