প্রেম

আগুন পাখি

এখানে আগুনা পাখি একটি প্রতীকী নাম যে লেলিহান অগ্নিশিখার কাছে প্রেমের উত্তাপ চাইছে যাতে সে ভালোবাসা দিয়ে পৃথিবীর যত সব ঘৃণা বিদ্বেষ দূর করে দিতে পারে এবং পৃথিবীটা আবার সুন্দর বাসযোগ্য হয়ে ওঠে। রাতজাগা প্রেমিক মন যে অসহায় ভাবে প্রেমের করুণ পরিণতি দেখে সে ও আশায় বুক বাঁধে যে আবার প্রম ভালবাসা আসবে ফিরে এই আগুন পাখির হাত ধরে।

লেলিহান অগ্নিশিখার কাছে
প্রেমের উত্তাপ খোঁজে
আগুন পাখি।
বলে আরও বেশী চাই উত্তাপ
দুনিয়াটা গেছে ভরে
বিষ-বিদ্বেষে
প্রেমের আগুনে পুড়িয়ে
করবে ছারখার।

রাতজাগা মন দেখে চেয়ে
ভাবে এখনও তো কেউ ভাবে
তোমার আমার কথা।
আগুন পাখি তুমি বেঁচে থাকো
বেঁছে থাকো যুগ যুগ ধরে
আগুনের লেলিহান শিখার মত।

One thought on “আগুন পাখি

Comments are closed.