আমার পথে
আমার সব পথ শেষ হয় তোমার কাছে
সব মুখ চলে যায় বিস্ম্তির অন্তরালে
শুধু থাকে একটি মুখ, সেটি তোমার,
সব ভাবনা মিশে যায় তোমার ভাবনার সাথে
আয়নার সামিনে দাঁড়িয়ে দেখি নিজেকে
এটি কি আমি না তোমার প্রতিবিম্ব,
বুঝতে পারি না, বড় অসহায় লাগে।
একবার নিজের পথে চলতে চাই
নিজের ভাবনায় ভাবতে চাই
যেখানে থাকব শুধু আমি একা, একা আমি
সেখানে থাকবে না তোমার মুখ
আয়নায় দেখব নিজেরই প্রতিবিম্ব
হতে পারে সে জীবন দিকভ্রষ্ট, দিশাহীন
তবুও আমি চলব সেই নিরুদ্দেশের পথে।