জীবনের ওপারের কথা ভেবে লেখা
জীবন ছেড়ে গেলাম চলে
অনেক দূরে, অনেক দূরে
আবার হযত আসব ফিরে
বাতাস হয়ে আপন নীরে।
পাবে না তো দেখতে আমায়
পারবে না তো ছুঁতে
তোমায় ঘিরে থাকব আমি
বইব আপন স্রোতে।
হঠাৎ যদি দমকা বাতাস
শীতল হাওয়ায় জুড়ায় প্রাণ
জানবে আমি এসেছিলাম
গেয়েছিলাম আমার গান।
আমি এখন অনেক দূরে
জীবন ছেড়ে অচিনপারে।
Darun.Darun