প্রেম

অঙ্ক মেলানো

মানুষের জীবনে একটা সময় আসে যখন সে পিছন ফিরে চায়, জীবনের দেনা পাওনা, লাভ ক্ষতির হিসাব নিকাশ নিকাশ করে, জীবনের কোনখানে কি ভুল করেছে তার পর্যালোচনা করে। হয়তো বা মনে মনে ভাবে যে একবার যদি সেই সময়টা ফিরে পাওয়া যেত তাহলে সেই ভুলটাও শোধরানো যেত, জীবনটা অন্যরকম হত, অন্য খাতে বইতো। এই পিছনে ফিরে চাওয়া আর দেনা পাওনার হিসাব করাটাই বোধহয় জীবনের অংক মেলানো। সে অংক কখনও কখনও মেলে তবে বেশীর ভাগ সময়ই মেলে না, খোঁজাটাই সার হয়।

পায়ের ছাপ খুঁজে বেড়াচ্ছি
গত জনমের পায়ের ছাপ,
কোন পথে এসেছিলাম
কোন পথেই বা ফিরেছি
সেই নিশানা চাই।

খুঁজছি কিন্তু পাচ্ছি না
তাই কিছুতেই অঙ্কটা মিলছে না,
খালি গুলিয়ে যাচ্ছে।

আসলে যাওয়া আসার অঙ্কটা
মাথায় জোর করে
ঢুকিয়ে দেওয়া হয়েছে
বুঝতে পারিনি একদম।

এ না বোঝার যন্ত্রণা
মাথায় নিয়ে
গত জনমের অঙ্কটা
মেলানোর বৃথা চেষ্টা করছি।

কিছু একটা সূত্র চাই
কিছু একটা নিশান চাই
আগামী জন্মের যন্ত্রণা থেকে
মুক্তি চাই।