অনুভূতি
প্রত্যেক মানুষের ই বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অনুভূতি হয় এবং সে মাঝে মাঝে সেই অনুভূতির মধ্যে হারিয়ে যায়।
আমার জীবনের অনেকটা সময়
তোমাকে আবর্তন করে কেটেছে
বেরুতে হবে তার থেকে।
এ নিয়ে কোনও প্রশ্ন করো না
জবাব পাবে না, উত্তর ও নেই
শুধু আছে এক উপলব্ধি
এক বাস্তব অনুভূতি।
অনেকটা সময় নিষ্ফলা কেটে গেলো
সময়ও নেই নতুন করে শুরু করার
বাকি সময় নিজেকে নিয়েই থাকব
এই বেশ ভালো।