আর একবার যাই

চল, ঝিনুক কুড়াই
সমুদ্রের ধার খালিপায়ে,
সেই ছোটবেলার মতন।
নাহলে চল ভিজে বালিতে
আঁকিবুঁকি কাটি, ছবি আঁকি
ঠিক সেই আগের মতন।
নতুবা চল সমুদ্রের পার ধরে দৌড়াই
বালিতে ভিজে পায়ের ছাপ রেখে।
ফেরার সময় গোণা,
কটা ছাপ রয়ে গেল
কটা বা ধুয়ে দিল।
সাগরের জল।
বহুবছর তো গেল কেটে,
চল না আর একবার যাই,
সেই পুরানো পরিচিত সমুদ্রের ধার।
পাশাপশি বসে থাকি,
সমুদ্রের ঢেউ দেখি, ঢেউ গুনি,
সময় কাটুক তার নিজের মতন।
হয়তো বা পেতে পারি
হাত থেকে পড়ে যাওয়া
দু-একটা পুরানো ঝিনুক,
বুকে নিয়ে পুরাতন স্মৃতি।
হয়তো বা থাকতেও পারে,
দু-একটা আঁকিবুঁকি
বা পুরানো পায়ের ছাপ,
বালির ওপর।
চল যাই আর একবার
যদি পাই খুঁজে সেই পুরাতন দিন।