প্রেম

আর যাবো না

প্রত্যেকের জীবনেই বোধহয় প্রেম আসে, আগে বা পরে। তাঁরা ভাগ্যবান যাঁদের প্রেম পূর্ণতা পায় আর যাঁদের প্রেম পূর্ণতা পায় না তাঁরা সেই ব্যর্থ প্রেমের স্মৃতি সারাজীবন বয়ে বেড়ান। হয়তো বা কালের নিয়মে সেই স্মৃতি ধীরে ধীরে মলিন হয়, কিন্তু একেবারে কি হারিয়ে যায়, যায় না, মাঝেমধ্যেই জেগে উঠে মনটাকে উদাস করে দেয়।

না, যাবো না
আর যাবো না তোর কাছে
যদি কখনও পথে
দেখা হয় তোর সাথে
তখন না হয় দাঁড়াব দু দন্ড
তার বেশী ও হতে পারে
তখন তোর অভিমানের কথা বলিস
আমি শুধু শুনবো, বলবো না কিছুই
তবে আর যাবো না
যাবো না তোর কাছে।

তুই হয়তো অভিমান করে
অনেক দূরে সরে যাবি
অন্যের বাহুতে আদরে ভাসবি
ভুলে যাবি সব পুরানো কথা
সেই শান্ত নিবিড় ঘন বনপথে
পাশাপাশি হাত ধরে হাঁটা
নতুবা সেই চেনা ঝিলটার ধারে
ঘন্টার পর ঘন্টা বসে থাকা
সব কিছুই আছে মনে
তবু আর যাবো না তোর কাছে।

ভুলে তুই যেতেই পারিস
আমি কিন্তু তোর সাথেই থাকবো
মনে মনে তোকে বারবার ভাববো
তুই জানতেও পারবি না সে কথা
ভাববি আমিও তোকে গেছি ভুলে
তোর অভিমান কি এখনও আছে?
কষ্ট পাবো তাও মেনে নেব
তবুও আর যাবো না
যাবো না তোর কাছে।

One thought on “আর যাবো না

  1. অসাধারন কবিতা। মন ছুয়ে গেল।

Comments are closed.