অসম প্রেম
জ্যোৎস্না খায় লুটোপুটি
পদপিষ্ট রাস্তার ধূলিকণার বুকে
যেন রাজনন্দিনী করে প্রেম নিবেদন
পর্ণকুটির বাসী রাখাল বালকের প্রতি
একি অসম দৃশ্য দেখি
তবু দেখি প্রাণ ভরে অপলক নয়নে
মর্তে এসেছে যেন স্বর্গ নেমে।
আচমকা কালো মেঘে ঢাকলো আকাশ
জ্যোৎস্নাকে নিয়ে গেল কেড়ে বহুদূরে
একা একা পড়ে কাঁদে ধূলিকণা,
রাখালের বাঁশির বিষন্ন বিরহের সুরে
অশ্রুসজল চোখে বিবাগী মন
বলে ফিরে আয় একবার বুকেতে আবার
স্বর্গসুখ সে কি শুধু স্বপ্ন বেদনার।