প্রেম

আহ্বান

দু দিকে প্রসারিত করে হাত
মহাবিশ্বকে করি আহ্বান
বলি এস ধরা দাও।
বিশ্বপিতার বার্তা শুনতে পাই
বলে আমি সবার হৃদয়ে আছি,
অন্তর আর মহাবিশ্বের গান
মিলে মিশে সব একাকার,
চক্ষু মুদে দেখ তুমি একবার
হৃদয়ে তুমি দর্শন পাবে বিশ্বপিতার